Friday, February 1, 2019

Al-Quran Complete Indexing


আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে কয়েক মাস প্রচেষ্টার পর অবশেষে আল-কুরআনের Complete Indexing (পূর্ণাঙ্গ সূচী) এর কাজটি শেষ করলাম।এটি আমার কোন মৌলিক কাজ নয়। এটি মূলত https://www.searchtruth.com/quran_topics_index.php সাইট থেকে নেয়া Complete Indexing এর বাংলা অনুবাদ। অনুবাদের কাজটি নিজেই করেছি, প্রয়োজনে কুরআনের বাংলা তর্জমার সাহায্য নেয়া হয়েছে। Complete Indexing (পূর্ণাঙ্গ সূচী) এর সকল লেখা ও তেলায়াত আমার নিজস্ব ওয়েবসাইটে হোষ্টিং করা হয়েছে। সাইটটির ডিজাইনও নিজেই করেছি। মহাগ্রন্থ আল-কুরআনের সকল বিষয় (আদেশ/নিষেধ/উপদেশ/সতর্কবার্তা/ যুক্তি/ইতিহাস/সাহিত্য/বিজ্ঞান/আইন ইত্যাদি)সম্পর্কে জানা, শোনা, বোঝা ও অনুসরণের জন্য Indexing টি সাহায্য করবে।এটিতে বাংলা বর্ণক্রম অনুযায়ী সম্ভাব্য সকল বিষয় সাজানো আছে। বিষয় শিরোনামের ডানপাশে উক্ত বিষয়টি কুরআনের কোন কোন আয়াতে আছে তা সুরা ও আয়াত নং দিয়ে লেখা আছে। উক্ত নম্বরে ক্লিক করলে সংশ্লিষ্ট আয়াতটি আরবীতে ওপেন হবে, নিচে তার বাংলা ও ইংরেজি অর্থ দেখাবে এবং উপরে আয়াতটি তেলায়াতের অডিও বাটন থাকবে। উক্ত বাটনে ক্লিক করে আয়াতটি বার বার শোনা যাবে।
ওয়েবসাইটের ঠিকানাঃ http://boischool.com/quran/full_index.php
এই ওয়েব সাইটের মাধ্যমে আরও কিছু কাজ করা যাবে। তা হলঃ সম্পূর্ণ কুরআন থেকে যে কোন সুরা ও আয়াত নং লিখে সার্স করলে সংশ্লিষ্ট আয়াতটির তেলায়াত শোনা, আরবীতে পড়া, বাংলা ও ইংরেজি অর্থ দেখা যাবে। এছাড়া যে কোন শব্দ বাংলা বা ইংরেজিতে লিখে সার্স দিলে সমগ্র কুরআনের কোথায়, কত নং আয়াতে তা আছে সেগুলির তেলায়াত শোনা, আরবীতে পড়া, বাংলা ও ইংরেজি অর্থ দেখা যাবে।
ওয়েবসাইটের ঠিকানাঃ http://boischool.com/quran
আল্লাহ তার সকল বান্দাকে কুরআন বোঝার ও অনুসরণের শক্তি দান করুন। আমিন।