Wednesday, November 18, 2015

Credit Management Software: Branch Info





এই সফটওয়ারটি তৈরী করা হয়েছে
মূলত: ছোট ছোট আর্থিক প্রতিষ্ঠানের (বিভিন্ন সমবায় সমিতি/এনজিও/বীমা) সদস্যদের তথ্য
সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার কাজ সহজ ও সাবলিল করার জন্য। এই সফটওয়ারের প্রধান বৈশিষ্ট্য
হচ্ছে:-
·        
এই সফটওয়ারের মাধ্যমে
সহজেই কোন আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের ছবি সহ সকল প্রয়োজনীয়
তথ্য সংরক্ষণ (Save), সংযোজন(Add), বিয়োজন(Delete), সম্পাদনা (Edit) ও তল্লাশি (Search)
করা যায়।
·        
প্রতিষ্ঠানের সকল
ধরণের খরচ খাতওয়ারী, তারিখ অনুযায়ী, যে কোন শাখার যে কোন কর্মীর আওতায় যে কোন সদস্যের
নামে প্রয়োজনীয় তথ্যসহ এন্টি করা যায়। এছাড়া সংরক্ষিত তথ্য মোছা, সংশোধন, শাখাওয়ারী/মাসওয়ারী/বছর
ওয়ারী মোট খরচ বের করা, কোন কর্মী/সদস্যের আওতায় কত খরচ তা জানা যায়, মাস বা বছর ওয়ারী
যে কোন খরচের তথ্য রিপোর্ট আকারে প্রিন্ট করা যায়।
·        
প্রতিষ্ঠানের সকল
ধরণের আয় খাতওয়ারী, তারিখ অনুযায়ী, যে কোন শাখার যে কোন কর্মীর আওতায় যে কোন সদস্যের
নামে প্রয়োজনীয় তথ্যসহ এন্টি করা যায়। এছাড়া সংরক্ষিত তথ্য মোছা, সংশোধন, শাখাওয়ারী/মাসওয়ারী/বছর
ওয়ারী মোট আয় বের করা, কোন কর্মী/সদস্যের আওতায় কত জমা হল তা জানা যায়, মাস বা বছর
ওয়ারী যে কোন আয়ের তথ্য রিপোর্ট আকারে প্রিন্ট করা যায়।
·        
এই সফটওয়ারের মাধ্যমে
সহজেই যে কোন শাখার সকল তথ্য (ম্যানেজারের তথ্য, সকল কর্মী, সদস্য, মোট আয়, মোট খরচ
প্রভৃতি) জানা যায়।
·        
বিনিয়োগ সংক্রান্ত
সকল তথ্য (কবে, কাকে, কোন খাতে, কত টাকা বিনিয়োগ করা হয়েছে, গ্রহিতার ছবিসহ স্বাক্ষর,
গ্যারান্টারের ছবিসহ স্বাক্ষর, কত কিস্তিতে, কত লাভে, কত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে
হবে ইত্যাদি) এই সফটওয়ারের মাধ্যমে সহজেই ব্যবস্থাপনা করা যায়।

যোগাযোগঃ
মোঃ মোখলেছুর রহমান
মোবাইল নং: +৮৮
০১৭১৭০০৫১৪০
mokhlesbd2009@gmail.com

বিঃ দ্রঃ
বাংলাদেশে সফ্টওয়ার পাওয়ার
জন্য উক্ত
নাম্বারে বিক্যাশের
মাধ্যমে অগ্রিম
৫০০/- টাকা
পাঠাতে হবে।
অবশিষ্ট টাকা
সফ্টওয়ার ইনস্টল করার পরে পাঠানো
যাবে। সফ্টওয়ার
পেতে চাইলে
উক্ত নাম্বারে
এস.এম.এস করে
আপনার ঠিকানা
পাঠান। এস. পরিবহন
বা সুন্দরবন
কুরিয়ারের মাধ্যমে / দিনের
মধ্যে আপনার
ঠিকানায় সফ্টওয়ারের
সিডি, ভিডিও
টিউটোরিয়াল কেস টেকিং ফর্ম
পৌছাবে ইনশাল্লাহ।


ভারত বা মধ্যপ্রাচ্য
থেকে সফটওয়ার
পেতে হলে
+৮৮০১৭১৭০০৫১৪০ নম্বরে ফোন করে সরাসরি
ডাউনলোডের ঠিকানা টাকা পাঠানোর
নিয়ম জেনে
নিন।

Credit Management Software: How to Install

Friday, May 15, 2015

New Version of Homeopathic bangla software



Homeopathic Treatment Software in Bangla has been published. This software is very essential for bangla speaking homeopathic students and doctors. Still now it is an unique treatment software. This is the result of very attraction in homeopathy and hard effort of 14 years.

 Characteristics of Homeopathic bangla software:

1. Anyone can use it both in Bangla and English. All commands of this software are in bangla. Just type the name of a disease or a symptom in bangla or english and click the search button, you will find all the related rubric or symptom and their remedy in bangla or english.

2. Latest version of Kent or Boericke’s repertory has been used as a database of homeopathic bangla software. Clinical feature has also been added.

3. Organon of medicine and many homeopathic related articles have been included in the software.

4. Anatomy section has been included here. Images of all section of human body have to be seen.

5. For treating chronic disease a digital case taking form has been included here.

6. A strong patient management and stock management system has been included.

7. Most interesting section of this software is to select proper remedy from totality of symptoms.

8. Dr. prafull Vijayakar’s `Theory of Acutes’ has been included in the latest version of homeo bangla software.

For more information please visit: www.mokhlesbd.com

or contact at: +880 1717005140

Thursday, March 19, 2015

হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ার

হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ার
সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এই সফটওয়ারটি হোমিওপ্যাথির ছাত্র ও চিকিৎসকদের জন্য অত্যন্ত মূল্যবান। যতদূর জানা যায়, বাংলা ভাষায় এমন সমৃদ্ধ সফটওয়ার ইতিপূর্বে তৈরী হয়নি। সফটওয়ারটি মূলত হোমিওপ্যাথির প্রতি প্রবল আকর্ষণ এবং ১৫ বছরের নিরলস গবেষণার ফসল। এই সফটওয়ারটি তৈরীর পূর্বে বিদেশী অনেক হোমিও সফটওয়ারের গঠণবৈশিষ্ট্য অনুসরণ করতে হয়েছে। সেসব সফটওয়ারের বিভিন্ন অতি প্রয়োজনীয় ফিচারের সাথে নিজস্ব দৃষ্টিভঙ্গি সমন্বয় করে এই হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটি তৈরী।

হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটির বৈশিষ্ট্য/
Characteristics of Homeo bangla software:

১. সবকিছুই বাংলায়

এই সফটওয়ারটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। কোন জটিলতা ছাড়াই ইংরেজী না জানলেও এই সফটওয়ারটি অনায়াসে ব্যবহার করা যাবে। এর সকল কমান্ড বাংলায় লেখা। বাংলায় রোগের নাম বা লক্ষণ টাইপ করে সঙ্গে সঙ্গে যে কোন রেপার্টরী থেকে তার ঔষধ খুজে বের করা যাবে।

২. বাংলা ও ইংরেজী ভাষায় তিনটি রেপার্টরী

এই সফটওয়ারটির ডাটাবেজ হিসেবে ডাঃ বোরিকের রেপার্টরী, ডাঃ সুসলারের বায়োকেমিক রেপার্টরী ও ডাঃ কেন্টের বিখ্যাত রেপার্টরীর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্লিনিকাল ফিচার সংযুক্ত করা হয়েছ। রেপার্টরীগুলো ইংরেজী ও বাংলা দুই ভাষায়ই ব্যবহার করা যাবে।

৩. তিনটি রেপার্টরীর সকল গ্রেডের সকল লক্ষণ ও ঔষধ

এই সফটওয়ারটিতে কেন্টের রেপার্টরীর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লক্ষণগুলি (যাদের গ্রেড ১) বাদ রেখে অধিক গুরুত্বপূর্ণ লক্ষণসহ (যাদের গ্রেড ২ এবং ৩) সকল ঔষধ রাখা হয়েছে এবং ডাঃ বোরিক ও ডাঃ সুসলারের রেপার্টরীর সকল গ্রেডের সকল ঔষধ রাখা হয়েছে। প্রতিটি লক্ষণের বাম পাশে তার গ্রেড এবং শেষে লেখা আছে লক্ষনটি কতটি ঔষধের মধ্যে আছে। এ থেকে সহজেই লক্ষণটির গুরুত্ব সম্পর্কে ধারণা করা যাবে।
এই সফটওয়ারটিতে অদ্ভুত বা বিরল লক্ষণ (যে লক্ষণগুলি মাত্র ২/১ টি ঔষধে আছে তা) এবং সাধারণ লক্ষণ (যা প্রায় সকল ঔষধে আছে তা) দেখার অপূর্ব সুযোগ আছে।

৪. অর্গানন অব মেডিসিন

এই সফটওয়ারটিতে অর্গানন অব মেডিসিনের সকল অনুচ্ছেদ এবং হোমিও চিকিৎসার নানা নিয়মকানুন প্রবন্ধাকারে বাংলা ভাষায় লিখিত হয়েছে। এই পেজে অর্গাননের যে কোন সূত্র নং বা কোন শব্দ টাইপ করলে সংশ্লিষ্ট সম্পূর্ণ সূত্রটি দেখা যাবে।

৫. ঔষধের চরিত্রগত লক্ষণসহ ডাটাবেজ

এতে ডি.এইচ.এম.এস কোর্সের ৪ বছরের সকল ঔষধের ডাটাবেজ করা আছে। সার্চ বক্সে কোন লক্ষণ লেখার সাথে সাথে ঐ লক্ষণযুক্ত সকল ঔষধ চলে আসবে। আবার তা থেকে যে কোন ঔষধে ক্লিক করলে সেই ঔষধের চরিত্রগত ও আনুষঙ্গিক লক্ষণগুলি দেখা যাবে এবং ঔষধটি কোন কোন রোগে সচরাচর ব্যবহৃত হয় তা লক্ষণসহ দেখা যাবে।
এতে ডি.এইচ.এম.এস কোর্সের ৪ বছরের যে কোন ঔষধের সকল গুরুত্বপূর্ণ লক্ষণ, ক্রিয়াস্থল , অনুপূরক, সম্পূরক, ক্রিয়ানাশক, ক্রিয়াকাল, শক্তি প্রভৃতি এক নজরে দেখার সুযোগ আছে।

৬. ইন্টারনেট কালেকশন

এই সফটওয়ারটিতে ইন্টারনেট থেকে সংগৃহিত হোমিও চিকিৎসাবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় (বিভিন্ন রোগের চিকিৎসা কৌশল, ইংরেজী মেটেরিয়া মেডিকা, রেপার্টরী, হোমিও নিয়মনীতি, অনলাইন চিকিৎসা প্রভৃতি) দেখার সুযোগ আছে।

৭. এনাটমি এন্ড ফিজিওলজি

এই সফটওয়ারটিতে মানব দেহের সকল অঙ্গের অভ্যন্তরীণ ছবি দেখার সুযোগ রয়েছে। প্রতিটি অঙ্গের নামে ক্লিক করে সেই অঙ্গের একাধিক রঙিন ছবি দেখা যাবে।

৮. মাদার টিংচার

এই সফটওয়ারটিতে অতি প্রয়োজনীয় ২৩০ টি মাদার টিংচার ও তার ব্যবহার সম্পর্কে তাৎক্ষণিক জানার সুযোগ আছে। এখানে সার্স বক্সে যে কোন রোগ লক্ষণ লিখে ওকে করলে রোগটি কোন কোন মাদার টিংচার দিয়ে চিকিৎসা করা যাবে তা লক্ষণসহ জানা যাবে।

৯. বায়োকেমিক ও বায়োপ্লাজেন

এই সফটওয়ারটিতে ১২ টি বায়োকেমিক ও ২৮ টি বায়োপ্লাজেন মেডিসিনের যে কোন লক্ষণ সার্সের সুযোগ আছে। এখানে সার্স বক্সে যে কোন রোগ লক্ষণ লিখে ওকে করলে রোগটি কোন কোন বায়োকেমিক ও বায়োপ্লাজেন দিয়ে চিকিৎসা করা যাবে তা লক্ষণসহ জানা যাবে।

১০. রোগীলিপি তৈরীর ডিজিটাল ফর্ম

এই সফটওয়ারটিতে কেস টেকিং/ রোগীলিপি তৈরীর ডিজিটাল ফর্ম আছে যা থেকে অল্প সময়ে রোগীর সার্বিক লক্ষণ সংগ্রহ করে তা সংরক্ষণ করা যায়, ঔষধ নির্বাচন করা যায়, প্রেসক্রিপশন লেখা যায় এবং পরবর্তিতে রোগীটির তথ্য রোগীর নাম/আইডি/গ্রাম/মোবাইল নং অনুযায়ী সহজেই খুজে বের করা যায়। কাগজে ছাপানো কেস টেকিং ফর্মে লক্ষণ সংগ্রহ করে সে অনুয়ায়ী কম্পিউটারে কেবল টিক দিয়েই জটিল রোগের ঔষধ নির্বাচন করা যায়। এখানে রোগীর সার্বিক লক্ষণ থেকে ফিল্টারিংসহ কেস এনালাইসি করার এবং রিপোর্টসহ প্রেসক্রিপশন লিখে তা প্রিন্টের ব্যবস্থা আছে।

১১. লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্বাচন

এই সফটওয়ারটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্ণয় যা সকল হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কষ্টকর। এই সফটওয়ার ব্যবহার করে সহজেই (ঔষধের লক্ষণ মুখস্থ না থাকলেও) ক্রণিক রোগের লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্ণয় করা যাবে। রোগীর সার্বিক লক্ষণ থেকে উপযুক্ত ঔষধ নির্বাচনের জন্য এখানে ৩টি রেপার্টরী ব্যবহার করা হয়েছে। যে কোন এক বা একাধিক রেপার্টরী একত্রে ব্যবহার করে উপযুক্ত ঔষধ নির্ণয় করা যাবে। সার্স বক্সে যে কোন রোগ/রুব্রিক লিখে সার্স করলে সংশ্লিষ্ট রেপার্টরী থেকে সে সম্পর্কিত সকল লক্ষণ দেখা যাবে এবং তা থেকে যে কোন লক্ষণে ডান ক্লিক (রাইট ক্লিক) করলে ঐ লক্ষণযুক্ত সকল ঔষধ গ্রেডসহ দেখা যাবে। এখান থেকে এক বা একাধিক লক্ষণ চুড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন করা যাবে।

১২. মায়াজম নির্বাচন

ক্রণিক রোগের চিকিৎসা করার জন্য মায়াজম নির্বাচন অত্যন্ত জরুরী। তাই সফটওয়ারটিতে মায়াজম নির্বাচনের সুব্যবস্থা রাখা হয়েছে।

১৩. তাৎক্ষণিক ঔষধ নির্বাচন

রেপার্টরী ব্যবহার করে একাধিক লক্ষণ থেকে ঔষধ নির্বাচন সময়সাপেক্ষ বলে সরাসরি রোগের নামে ঔষধ নির্বাচনের একটা সহজ ব্যবস্থা রাখা হয়েছে। এই পেজে বাংলা বর্ণক্রম অনুযায়ী ৫৫০ টি রোগের নাম দেয়া আছে। সার্স বক্সে টাইপ করে বা তালিকা থেকে যে কোন রোগ নির্বাচন করলে তাৎক্ষনিকভাবে রোগটির চিকিৎসাব্যবস্থা জানা যাবে। এটা রেপার্টরীর বাইরের অংশ যা নামী-দামী মেটেরিয়া মেডিকা ও প্রাকটিস অব মেডিসিন থেকে সতর্কভাবে সংগৃহিত।

১৪. যে কোন ঔষধের সকল লক্ষণকে একত্রে দেখা

সফটওয়ারটিতে যে কোন ঔষধের যে কোন অঙ্গের সকল লক্ষণকে গ্রেড অনুযায়ী একত্রে দেখার ব্যবস্থা আছে। যেমন: একোনাইটের সকল মানসিক লক্ষণ দেখা, নাক্সের মলের লক্ষণ দেখা ইত্যাদি।

১৫. বিভিন্ন পরিস্থিতিতে শক্তি ও মাত্রা

আমরা জানি রোগের অবস্থা, রোগীর অবস্থা ও ঔষধের ধরণ অনুযায়ী ঔষধের শক্তি ও মাত্রা ভিন্ন হতে পারে। তাই সফটওয়ারটিতে বিভিন্ন পরিস্থিতিতে কোন কোন শক্তি কী মাত্রায় ব্যবহার করতে হবে তা দেখানো হয়েছে।

১৬. চিকিৎসকের তথ্যসহ প্রেসক্রিপশন তৈরী

সফটওয়ারটিতে চিকিৎসকের ডিগ্রীসহ নাম, চেম্বারের নাম, ঠিকানা, মোবাইল, ই-মেইল ব্যবহার করে প্রেসক্রিপশন তৈরী ও প্রিন্টের ব্যবস্থা আছে।

১৭. স্টক ব্যবস্থাপনা

চিকিৎসকের স্টকে কত শক্তির কোন কোন ঔষধ মজুদ আছে, যে সব ঔষধ সব সময় ব্যবহৃত হয় তা স্টকে আছে কিনা, কোন শক্তির ঔষধ স্টকে নেই তা এই সফটওয়ার থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

১৮. রেপার্টরীর সকল অধ্যায়

এই সফটওয়ারটিতে বোরিকের বাংলা রেপার্টরীকে ২৫ ভাগে ভাগ করা হয়েছে এবং কেন্টের রেপার্টরীকে মন-মাথা-চোখ প্রভৃতি ৪২ টি অংশে বিভক্ত করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী Clinical Repertory (by - Robin Murphy) এর অনুকরণে সকল লক্ষণকে ৭৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে কেউ সহজেই বিভিন্ন অংশ থেকে উপযুক্ত লক্ষণ বাছাই করে লক্ষণসমষ্টি তৈরী করে উপযুক্ত ঔষধ নির্ণয় করতে পারবেন। সাথে সাথে নির্বাচিত ঔষধের লক্ষণগুলি দেখার সুযোগ আছে এবং ফিল্টারিং এর ব্যবস্থা আছে যাতে বিবেচনাশক্তি প্রয়োগ করে নির্বাচনকে আরও নির্ভুল করা যায়।

১৯. ডা: প্রফুল্ল বিজয়করের থিওরী অব একিউট

সফটওয়ারটিতে ভারতের বিখ্যাত হোমিওপ্যাথ ডা: প্রফুল্ল বিজয়করের থিওরী অব একিউট যুক্ত করা হয়েছে। এটি ভালভাবে আয়ত্ব করতে পারলে যে কোন তরুন রোগ ২৪ ঘন্টায় আরোগ্য করা সম্ভব। এই সফটওয়ারে থিওরীটির ব্যাখ্যা ও ব্যবহারবিধি এবং ৩/৪ টি ক্লিক করে সঠিক ঔষধ নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে।

২০. প্রাকটিস অব মেডিসিন (১৫.০৮ ভার্সান থেকে)

সফটওয়ারটিতে প্রাকটিস অব মেডিসিন নামক নতুন পেজ যুক্ত করা হয়েছে। এই পেজে ৫৫০ টি রোগ ২৭ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে কোন ভাগে ক্লিক করলে সেই জাতীয় রোগের তালিকা আসবে। তালিকা থেকে যে কোন রোগে ক্লিক করলে রোগটির পরিচিতি, লক্ষণ, পরিণাম, হোমিও চিকিৎসা, প্রতিরোধ, পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা আসবে।

২১. মেডিকেল ডিকশনারী (১৫.০৮ ভার্সান থেকে)

সফটওয়ারটিতে মেডিকেল ডিকশনারী নামক নতুন পেজ যুক্ত করা হয়েছে। এখানে শব্দ তালিকায় অতি প্রয়োজনীয় প্রায় সকল রোগ ও অঙ্গের নাম আছে। যে কোন শব্দ বাংলা বা ইংরেজীতে সার্স করা যাবে। শব্দটি নির্বাচিত হলে তার সংজ্ঞা, বিবরণ ও প্রয়োজনীয় চিত্র দেখা যাবে।

২২. বিখ্যাত চিকিৎসকদের চিকিৎসা বিষয়ক কলাকৌশল

ইন্টারনেট থেকে বিখ্যাত চিকিৎসকদের চিকিৎসা বিষয়ক কলাকৌশল সংগ্রহ করে সফটওয়ারটিতে সংযোজন করা হয়েছে।

২৩. সর্বশেষ ভার্সান সহজেই ডাউনলোড

সফটওয়ারটিতে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় এক ক্লিকেই সর্বশেষ ভার্সান সহজেই ডাউনলোড করার ব্যবস্থা রাখা হয়েছে।

২৪. সকল রেজুলেশনে ফুল স্ক্রিন ভিউ

সফটওয়ারটি উইন্ডোজের সকল ভার্সানে (এক্সপি, উইন্ডোজ-৭, উইন্ডোজ-৮) যে কোন সিস্টেমে (ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক) যে কোন রেজুলেশনেই পুরো পর্দা জুড়ে দেখা যাবে। রেপার্টরীতে অক্ষরের ফন্ট ছোট/বড় করার ব্যবস্থা আছে।

২৫. সফটওয়ার চালাতে ভিডিও টিউটোরিয়াল

সফটওয়ারটির সকল কার্যপ্রণালী সুষ্ঠুভাবে বোঝার জন্য পৃথক ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থা রাখা হয়েছে।

বহু প্রতীক্ষার পর সফটওয়ারটির ডাটা ইনপুটের কাজ গত ১৫/০৭/২০১২ তারিখে শেষ হয়েছে। সফটওয়ারটির প্রথম ভার্সান (১২.৭) প্রকাশের পর সারা দেশে হোমিও চিকিৎসকদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাঁদের পরামর্শ এবং চাহিদা অনুযায়ী প্রথম ভার্সানে ৮ পর্বে ব্যাপক পরিবর্তন করে বর্তমানে (মে-১৫) ৮ম ভার্সান (১৫.০৫) প্রকাশ করা হয়েছে। সফটওয়ারটি প্রতিনিয়ত আপডেটের কাজ চলছে। সর্বশেষ আপটেড যে কোন সময় ফ্রি ডাউনলোড করা যায়।

সফটওয়ারটির কপির জন্য আজই যোগাযোগ করুন।
প্রতি কপির মূল্য মাত্র ৫০০০/- টাকা যা একটি কম্পিউটারে ব্যবহার করা যাবে। একই সঙ্গে ১টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপে ব্যবহারের জন্য খরচ হবে সর্বমোট ৭০০০/- টাকা।
যোগাযোগঃ
মোঃ মোখলেছুর রহমান
মোবাইল নং: +৮৮ ০১৭১৭০০৫১৪০
mokhlesbd2009@gmail.com
বিঃ দ্রঃ
বাংলাদেশে সফ্‌টওয়ার পাওয়ার জন্য উক্ত নাম্বারে বিক্যাশের মাধ্যমে অগ্রিম ৫০০/- টাকা পাঠাতে হবে। অবশিষ্ট টাকা সফ্‌টওয়ার ইনস্টল করার পরে পাঠানো যাবে। সফ্‌টওয়ার পেতে চাইলে উক্ত নাম্বারে এস.এম.এস করে আপনার ঠিকানা পাঠান। এস.এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ২/৩ দিনের মধ্যে আপনার ঠিকানায় সফ্‌টওয়ারের সিডি, ভিডিও টিউটোরিয়াল ও কেস টেকিং ফর্ম পৌছাবে ইনশাল্লাহ।
ভারত বা মধ্যপ্রাচ্য থেকে সফটওয়ার পেতে হলে +৮৮০১৭১৭০০৫১৪০ নম্বরে ফোন করে সরাসরি ডাউনলোডের ঠিকানা ও টাকা পাঠানোর নিয়ম জেনে নিন।
সফটওয়ারটির Demo Version ডাউনলোড করার জন্য ও বিভিন্ন পেজের চিত্র দেখার জন্য নিম্নের
সাইটে ভিজিট করুনঃ http://www.mokhlesbd.com/Download/HBS_Demo.exe

Tags:
Homeo Bangla Software, Free Homeo Bangla Software, Bangla Software of Homeopathy, Homeopathic Bangla Software, Free Homeopathic Bangla Software, Kent's Bangla Software, Bangla Remedy Finder, Biochemic Bangla Software, Homeopathic Treatment Software in Bangla, Bangladeshi Homeo Software, BOERICKE's Bangla Repertory, Kent's Bangla Repertory, Schuessler's Bangla Repertory, Classical Homeo Software, Department Management Software, Quranic Bangla Software.

Homeopathic Bangla Software

হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ার
সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এই সফটওয়ারটি হোমিওপ্যাথির ছাত্র ও চিকিৎসকদের জন্য অত্যন্ত মূল্যবান। যতদূর জানা যায়, বাংলা ভাষায় এমন সমৃদ্ধ সফটওয়ার ইতিপূর্বে তৈরী হয়নি। সফটওয়ারটি মূলত হোমিওপ্যাথির প্রতি প্রবল আকর্ষণ এবং ১৫ বছরের নিরলস গবেষণার ফসল। এই সফটওয়ারটি তৈরীর পূর্বে বিদেশী অনেক হোমিও সফটওয়ারের গঠণবৈশিষ্ট্য অনুসরণ করতে হয়েছে। সেসব সফটওয়ারের বিভিন্ন অতি প্রয়োজনীয় ফিচারের সাথে নিজস্ব দৃষ্টিভঙ্গি সমন্বয় করে এই হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটি তৈরী।

হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটির বৈশিষ্ট্য/
Characteristics of Homeo bangla software:

১. সবকিছুই বাংলায়

এই সফটওয়ারটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। কোন জটিলতা ছাড়াই ইংরেজী না জানলেও এই সফটওয়ারটি অনায়াসে ব্যবহার করা যাবে। এর সকল কমান্ড বাংলায় লেখা। বাংলায় রোগের নাম বা লক্ষণ টাইপ করে সঙ্গে সঙ্গে যে কোন রেপার্টরী থেকে তার ঔষধ খুজে বের করা যাবে।

২. বাংলা ও ইংরেজী ভাষায় তিনটি রেপার্টরী

এই সফটওয়ারটির ডাটাবেজ হিসেবে ডাঃ বোরিকের রেপার্টরী, ডাঃ সুসলারের বায়োকেমিক রেপার্টরী ও ডাঃ কেন্টের বিখ্যাত রেপার্টরীর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্লিনিকাল ফিচার সংযুক্ত করা হয়েছ। রেপার্টরীগুলো ইংরেজী ও বাংলা দুই ভাষায়ই ব্যবহার করা যাবে।

৩. তিনটি রেপার্টরীর সকল গ্রেডের সকল লক্ষণ ও ঔষধ

এই সফটওয়ারটিতে কেন্টের রেপার্টরীর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লক্ষণগুলি (যাদের গ্রেড ১) বাদ রেখে অধিক গুরুত্বপূর্ণ লক্ষণসহ (যাদের গ্রেড ২ এবং ৩) সকল ঔষধ রাখা হয়েছে এবং ডাঃ বোরিক ও ডাঃ সুসলারের রেপার্টরীর সকল গ্রেডের সকল ঔষধ রাখা হয়েছে। প্রতিটি লক্ষণের বাম পাশে তার গ্রেড এবং শেষে লেখা আছে লক্ষনটি কতটি ঔষধের মধ্যে আছে। এ থেকে সহজেই লক্ষণটির গুরুত্ব সম্পর্কে ধারণা করা যাবে।
এই সফটওয়ারটিতে অদ্ভুত বা বিরল লক্ষণ (যে লক্ষণগুলি মাত্র ২/১ টি ঔষধে আছে তা) এবং সাধারণ লক্ষণ (যা প্রায় সকল ঔষধে আছে তা) দেখার অপূর্ব সুযোগ আছে।

৪. অর্গানন অব মেডিসিন

এই সফটওয়ারটিতে অর্গানন অব মেডিসিনের সকল অনুচ্ছেদ এবং হোমিও চিকিৎসার নানা নিয়মকানুন প্রবন্ধাকারে বাংলা ভাষায় লিখিত হয়েছে। এই পেজে অর্গাননের যে কোন সূত্র নং বা কোন শব্দ টাইপ করলে সংশ্লিষ্ট সম্পূর্ণ সূত্রটি দেখা যাবে।

৫. ঔষধের চরিত্রগত লক্ষণসহ ডাটাবেজ

এতে ডি.এইচ.এম.এস কোর্সের ৪ বছরের সকল ঔষধের ডাটাবেজ করা আছে। সার্চ বক্সে কোন লক্ষণ লেখার সাথে সাথে ঐ লক্ষণযুক্ত সকল ঔষধ চলে আসবে। আবার তা থেকে যে কোন ঔষধে ক্লিক করলে সেই ঔষধের চরিত্রগত ও আনুষঙ্গিক লক্ষণগুলি দেখা যাবে এবং ঔষধটি কোন কোন রোগে সচরাচর ব্যবহৃত হয় তা লক্ষণসহ দেখা যাবে।
এতে ডি.এইচ.এম.এস কোর্সের ৪ বছরের যে কোন ঔষধের সকল গুরুত্বপূর্ণ লক্ষণ, ক্রিয়াস্থল , অনুপূরক, সম্পূরক, ক্রিয়ানাশক, ক্রিয়াকাল, শক্তি প্রভৃতি এক নজরে দেখার সুযোগ আছে।

৬. ইন্টারনেট কালেকশন

এই সফটওয়ারটিতে ইন্টারনেট থেকে সংগৃহিত হোমিও চিকিৎসাবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় (বিভিন্ন রোগের চিকিৎসা কৌশল, ইংরেজী মেটেরিয়া মেডিকা, রেপার্টরী, হোমিও নিয়মনীতি, অনলাইন চিকিৎসা প্রভৃতি) দেখার সুযোগ আছে।

৭. এনাটমি এন্ড ফিজিওলজি

এই সফটওয়ারটিতে মানব দেহের সকল অঙ্গের অভ্যন্তরীণ ছবি দেখার সুযোগ রয়েছে। প্রতিটি অঙ্গের নামে ক্লিক করে সেই অঙ্গের একাধিক রঙিন ছবি দেখা যাবে।

৮. মাদার টিংচার

এই সফটওয়ারটিতে অতি প্রয়োজনীয় ২৩০ টি মাদার টিংচার ও তার ব্যবহার সম্পর্কে তাৎক্ষণিক জানার সুযোগ আছে। এখানে সার্স বক্সে যে কোন রোগ লক্ষণ লিখে ওকে করলে রোগটি কোন কোন মাদার টিংচার দিয়ে চিকিৎসা করা যাবে তা লক্ষণসহ জানা যাবে।

৯. বায়োকেমিক ও বায়োপ্লাজেন

এই সফটওয়ারটিতে ১২ টি বায়োকেমিক ও ২৮ টি বায়োপ্লাজেন মেডিসিনের যে কোন লক্ষণ সার্সের সুযোগ আছে। এখানে সার্স বক্সে যে কোন রোগ লক্ষণ লিখে ওকে করলে রোগটি কোন কোন বায়োকেমিক ও বায়োপ্লাজেন দিয়ে চিকিৎসা করা যাবে তা লক্ষণসহ জানা যাবে।

১০. রোগীলিপি তৈরীর ডিজিটাল ফর্ম

এই সফটওয়ারটিতে কেস টেকিং/ রোগীলিপি তৈরীর ডিজিটাল ফর্ম আছে যা থেকে অল্প সময়ে রোগীর সার্বিক লক্ষণ সংগ্রহ করে তা সংরক্ষণ করা যায়, ঔষধ নির্বাচন করা যায়, প্রেসক্রিপশন লেখা যায় এবং পরবর্তিতে রোগীটির তথ্য রোগীর নাম/আইডি/গ্রাম/মোবাইল নং অনুযায়ী সহজেই খুজে বের করা যায়। কাগজে ছাপানো কেস টেকিং ফর্মে লক্ষণ সংগ্রহ করে সে অনুয়ায়ী কম্পিউটারে কেবল টিক দিয়েই জটিল রোগের ঔষধ নির্বাচন করা যায়। এখানে রোগীর সার্বিক লক্ষণ থেকে ফিল্টারিংসহ কেস এনালাইসি করার এবং রিপোর্টসহ প্রেসক্রিপশন লিখে তা প্রিন্টের ব্যবস্থা আছে।

১১. লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্বাচন

এই সফটওয়ারটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্ণয় যা সকল হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কষ্টকর। এই সফটওয়ার ব্যবহার করে সহজেই (ঔষধের লক্ষণ মুখস্থ না থাকলেও) ক্রণিক রোগের লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্ণয় করা যাবে। রোগীর সার্বিক লক্ষণ থেকে উপযুক্ত ঔষধ নির্বাচনের জন্য এখানে ৩টি রেপার্টরী ব্যবহার করা হয়েছে। যে কোন এক বা একাধিক রেপার্টরী একত্রে ব্যবহার করে উপযুক্ত ঔষধ নির্ণয় করা যাবে। সার্স বক্সে যে কোন রোগ/রুব্রিক লিখে সার্স করলে সংশ্লিষ্ট রেপার্টরী থেকে সে সম্পর্কিত সকল লক্ষণ দেখা যাবে এবং তা থেকে যে কোন লক্ষণে ডান ক্লিক (রাইট ক্লিক) করলে ঐ লক্ষণযুক্ত সকল ঔষধ গ্রেডসহ দেখা যাবে। এখান থেকে এক বা একাধিক লক্ষণ চুড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন করা যাবে।

১২. মায়াজম নির্বাচন

ক্রণিক রোগের চিকিৎসা করার জন্য মায়াজম নির্বাচন অত্যন্ত জরুরী। তাই সফটওয়ারটিতে মায়াজম নির্বাচনের সুব্যবস্থা রাখা হয়েছে।

১৩. তাৎক্ষণিক ঔষধ নির্বাচন

রেপার্টরী ব্যবহার করে একাধিক লক্ষণ থেকে ঔষধ নির্বাচন সময়সাপেক্ষ বলে সরাসরি রোগের নামে ঔষধ নির্বাচনের একটা সহজ ব্যবস্থা রাখা হয়েছে। এই পেজে বাংলা বর্ণক্রম অনুযায়ী ৫৫০ টি রোগের নাম দেয়া আছে। সার্স বক্সে টাইপ করে বা তালিকা থেকে যে কোন রোগ নির্বাচন করলে তাৎক্ষনিকভাবে রোগটির চিকিৎসাব্যবস্থা জানা যাবে। এটা রেপার্টরীর বাইরের অংশ যা নামী-দামী মেটেরিয়া মেডিকা ও প্রাকটিস অব মেডিসিন থেকে সতর্কভাবে সংগৃহিত।

১৪. যে কোন ঔষধের সকল লক্ষণকে একত্রে দেখা

সফটওয়ারটিতে যে কোন ঔষধের যে কোন অঙ্গের সকল লক্ষণকে গ্রেড অনুযায়ী একত্রে দেখার ব্যবস্থা আছে। যেমন: একোনাইটের সকল মানসিক লক্ষণ দেখা, নাক্সের মলের লক্ষণ দেখা ইত্যাদি।

১৫. বিভিন্ন পরিস্থিতিতে শক্তি ও মাত্রা

আমরা জানি রোগের অবস্থা, রোগীর অবস্থা ও ঔষধের ধরণ অনুযায়ী ঔষধের শক্তি ও মাত্রা ভিন্ন হতে পারে। তাই সফটওয়ারটিতে বিভিন্ন পরিস্থিতিতে কোন কোন শক্তি কী মাত্রায় ব্যবহার করতে হবে তা দেখানো হয়েছে।

১৬. চিকিৎসকের তথ্যসহ প্রেসক্রিপশন তৈরী

সফটওয়ারটিতে চিকিৎসকের ডিগ্রীসহ নাম, চেম্বারের নাম, ঠিকানা, মোবাইল, ই-মেইল ব্যবহার করে প্রেসক্রিপশন তৈরী ও প্রিন্টের ব্যবস্থা আছে।

১৭. স্টক ব্যবস্থাপনা

চিকিৎসকের স্টকে কত শক্তির কোন কোন ঔষধ মজুদ আছে, যে সব ঔষধ সব সময় ব্যবহৃত হয় তা স্টকে আছে কিনা, কোন শক্তির ঔষধ স্টকে নেই তা এই সফটওয়ার থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

১৮. রেপার্টরীর সকল অধ্যায়

এই সফটওয়ারটিতে বোরিকের বাংলা রেপার্টরীকে ২৫ ভাগে ভাগ করা হয়েছে এবং কেন্টের রেপার্টরীকে মন-মাথা-চোখ প্রভৃতি ৪২ টি অংশে বিভক্ত করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী Clinical Repertory (by - Robin Murphy) এর অনুকরণে সকল লক্ষণকে ৭৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে কেউ সহজেই বিভিন্ন অংশ থেকে উপযুক্ত লক্ষণ বাছাই করে লক্ষণসমষ্টি তৈরী করে উপযুক্ত ঔষধ নির্ণয় করতে পারবেন। সাথে সাথে নির্বাচিত ঔষধের লক্ষণগুলি দেখার সুযোগ আছে এবং ফিল্টারিং এর ব্যবস্থা আছে যাতে বিবেচনাশক্তি প্রয়োগ করে নির্বাচনকে আরও নির্ভুল করা যায়।

১৯. ডা: প্রফুল্ল বিজয়করের থিওরী অব একিউট

সফটওয়ারটিতে ভারতের বিখ্যাত হোমিওপ্যাথ ডা: প্রফুল্ল বিজয়করের থিওরী অব একিউট যুক্ত করা হয়েছে। এটি ভালভাবে আয়ত্ব করতে পারলে যে কোন তরুন রোগ ২৪ ঘন্টায় আরোগ্য করা সম্ভব। এই সফটওয়ারে থিওরীটির ব্যাখ্যা ও ব্যবহারবিধি এবং ৩/৪ টি ক্লিক করে সঠিক ঔষধ নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে।

২০. প্রাকটিস অব মেডিসিন (১৫.০৮ ভার্সান থেকে)

সফটওয়ারটিতে প্রাকটিস অব মেডিসিন নামক নতুন পেজ যুক্ত করা হয়েছে। এই পেজে ৫৫০ টি রোগ ২৭ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে কোন ভাগে ক্লিক করলে সেই জাতীয় রোগের তালিকা আসবে। তালিকা থেকে যে কোন রোগে ক্লিক করলে রোগটির পরিচিতি, লক্ষণ, পরিণাম, হোমিও চিকিৎসা, প্রতিরোধ, পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা আসবে।

২১. মেডিকেল ডিকশনারী (১৫.০৮ ভার্সান থেকে)

সফটওয়ারটিতে মেডিকেল ডিকশনারী নামক নতুন পেজ যুক্ত করা হয়েছে। এখানে শব্দ তালিকায় অতি প্রয়োজনীয় প্রায় সকল রোগ ও অঙ্গের নাম আছে। যে কোন শব্দ বাংলা বা ইংরেজীতে সার্স করা যাবে। শব্দটি নির্বাচিত হলে তার সংজ্ঞা, বিবরণ ও প্রয়োজনীয় চিত্র দেখা যাবে।

২২. বিখ্যাত চিকিৎসকদের চিকিৎসা বিষয়ক কলাকৌশল

ইন্টারনেট থেকে বিখ্যাত চিকিৎসকদের চিকিৎসা বিষয়ক কলাকৌশল সংগ্রহ করে সফটওয়ারটিতে সংযোজন করা হয়েছে।

২৩. সর্বশেষ ভার্সান সহজেই ডাউনলোড

সফটওয়ারটিতে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় এক ক্লিকেই সর্বশেষ ভার্সান সহজেই ডাউনলোড করার ব্যবস্থা রাখা হয়েছে।

২৪. সকল রেজুলেশনে ফুল স্ক্রিন ভিউ

সফটওয়ারটি উইন্ডোজের সকল ভার্সানে (এক্সপি, উইন্ডোজ-৭, উইন্ডোজ-৮) যে কোন সিস্টেমে (ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক) যে কোন রেজুলেশনেই পুরো পর্দা জুড়ে দেখা যাবে। রেপার্টরীতে অক্ষরের ফন্ট ছোট/বড় করার ব্যবস্থা আছে।

২৫. সফটওয়ার চালাতে ভিডিও টিউটোরিয়াল

সফটওয়ারটির সকল কার্যপ্রণালী সুষ্ঠুভাবে বোঝার জন্য পৃথক ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থা রাখা হয়েছে।

বহু প্রতীক্ষার পর সফটওয়ারটির ডাটা ইনপুটের কাজ গত ১৫/০৭/২০১২ তারিখে শেষ হয়েছে। সফটওয়ারটির প্রথম ভার্সান (১২.৭) প্রকাশের পর সারা দেশে হোমিও চিকিৎসকদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাঁদের পরামর্শ এবং চাহিদা অনুযায়ী প্রথম ভার্সানে ৮ পর্বে ব্যাপক পরিবর্তন করে বর্তমানে (মে-১৫) ৮ম ভার্সান (১৫.০৫) প্রকাশ করা হয়েছে। সফটওয়ারটি প্রতিনিয়ত আপডেটের কাজ চলছে। সর্বশেষ আপটেড যে কোন সময় ফ্রি ডাউনলোড করা যায়।

সফটওয়ারটির কপির জন্য আজই যোগাযোগ করুন।
প্রতি কপির মূল্য মাত্র ৫০০০/- টাকা যা একটি কম্পিউটারে ব্যবহার করা যাবে। একই সঙ্গে ১টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপে ব্যবহারের জন্য খরচ হবে সর্বমোট ৭০০০/- টাকা।
যোগাযোগঃ
মোঃ মোখলেছুর রহমান
মোবাইল নং: +৮৮ ০১৭১৭০০৫১৪০
mokhlesbd2009@gmail.com
বিঃ দ্রঃ
বাংলাদেশে সফ্‌টওয়ার পাওয়ার জন্য উক্ত নাম্বারে বিক্যাশের মাধ্যমে অগ্রিম ৫০০/- টাকা পাঠাতে হবে। অবশিষ্ট টাকা সফ্‌টওয়ার ইনস্টল করার পরে পাঠানো যাবে। সফ্‌টওয়ার পেতে চাইলে উক্ত নাম্বারে এস.এম.এস করে আপনার ঠিকানা পাঠান। এস.এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ২/৩ দিনের মধ্যে আপনার ঠিকানায় সফ্‌টওয়ারের সিডি, ভিডিও টিউটোরিয়াল ও কেস টেকিং ফর্ম পৌছাবে ইনশাল্লাহ।
ভারত বা মধ্যপ্রাচ্য থেকে সফটওয়ার পেতে হলে +৮৮০১৭১৭০০৫১৪০ নম্বরে ফোন করে সরাসরি ডাউনলোডের ঠিকানা ও টাকা পাঠানোর নিয়ম জেনে নিন।
সফটওয়ারটির Demo Version ডাউনলোড করার জন্য ও বিভিন্ন পেজের চিত্র দেখার জন্য নিম্নের
সাইটে ভিজিট করুনঃ http://www.mokhlesbd.com/Download/HBS_Demo.exe

Tags:
Homeo Bangla Software, Free Homeo Bangla Software, Bangla Software of Homeopathy, Homeopathic Bangla Software, Free Homeopathic Bangla Software, Kent's Bangla Software, Bangla Remedy Finder, Biochemic Bangla Software, Homeopathic Treatment Software in Bangla, Bangladeshi Homeo Software, BOERICKE's Bangla Repertory, Kent's Bangla Repertory, Schuessler's Bangla Repertory, Classical Homeo Software, Department Management Software, Quranic Bangla Software.