Monday, June 20, 2016

Materia Medica: Sepia-5

Dr. Kabi Bacchu আলহজ্জ এস এম আতিউর রহমান #01711930613

প্রসুতি বা গর্ভবতী যুবতীর রোগে,
সিপিয়ার শ্রেষ্ঠ অধিকার
অতিশয় বিমর্ষতা, ঔদাস্য ,
বিলাপ সর্বোৎকৃষ্ট লক্ষন উহার।।
ঝতুকালে সল্পরজঃ,মুর্চ্ছা প্রবনতা ,
প্রৌড়কালে কেশের পতন
জরায়ুর নিম্নগতি, সতত আবেগ,
বেগে যেন যেন হয় নিঃসরন ।।
ঘোড়ার জিনের মত পীতবর্নের দাগ,গাল,মুখ নাসিকা জুড়িয়া
শরীরের উর্দ্ধভাগে হার্পিস জোষটার, ভগস্ফীতি চুলকানি হইয়া ।।
প্রথম নিদ্রার কালে শয্যা-মুত্রত্যাগ,
রসনায় মলিন বরন
সুকুমারী নারীদের তীব্র শিরঃপীড়া,
মাথা যেন হয় বিদারন ।।
পানিতে কাজ করলে রজঃ
কারো হয় বন্ধ
এক্ষেত্রে রাস টক্সে না খুললে দ্বার,
সিপিয়া করে পরিক্ষার
Prolapse
বা জরায়ুভ্রংশ রোগে সিপিয়া সাবার উপরে
তবে ষ্টানাম পডোর সংগে তুলনা প্রয়োজন
আবেগ,বিষাদ ,শুন্যোদরতাসহ প্রোলাপ্সে সিপিয়া
কঠিন মল নিঃসরন প্রোলাপ্সে ষ্টানম।
অতিসার সহ প্রোলাপ্সে পডো
ত্রিকাস্থি হতে মনিপুর পর্য্যন্ত তীব্র আকর্ষনব বেদনা সিপিয়ার আরও একটি ৎকৃষ্ট লক্ষন
সিপিয়ার এক অপুর্ব লক্ষন করি বর্নন,
হাত যখন ঠান্ঠা হয়,পা থাকে গরম
পা ঠান্ঠা হলে, হাতটি গরম
ত্রিকাস্থি (sacrum) মণিপুর (pubis ) ,
পানিতে কাজ করলে রজঃ
কারো হয় বন্ধ
এক্ষেত্রে রাস টক্সে না খুললে দ্বার
সিপিয়া করে পরিক্ষার .................ki sundor sobdo choyon....., thanks
সিপিয়ার জরায়ু,মাথাব্যথা , প্রমেহ ,চোক্ষুরোগ ,অগ্নিমান্দ্য প্রভৃতিতে অন্যান্য ঔষধের সংগে পার্থক্য সম্পর্কে ইতিপুর্বে কেহ আলোচনা করেছেন বলে মনে হচ্ছনা ।।এব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষন করছি
"
প্রৌড় কালে কেশের পতন" রজঃনিবৃতিকালে বা মাথা ব্যাথার পর পড়লে চুল .
সিপিয়ার কথা যেন নাহয় ভুল
সিপিয়ার **প্রথম শ্রেনীর লক্ষন, অত্যান্ত বিলাপ বিমর্ষতা রোগিনী মনে করে তার জরায়ু যোনিদ্বার দিয়ে বেরিয়ে বাবে।
**
২য়শ্রনীর লক্ষন .অতি অদরের ব্যক্তি দের প্রতি উদাসিনতা I সল্প ঝতু সহ হিস্ট্রিয়া। যে সব মহিলাদের রজঃ বন্ধ হয়ে গেছে তাদের শরীর উত্তাপ ঘর্ম নাকের উপর দিয়া উভয় গাল পর্য্যান্ত ঘোড়ার জিনের মত পীতবর্নের দাগ শরিরের উপরাংশে ভীন্ন 2 অংশে হার্পিস (HERPES) দিকে!প্রথম নিদ্রাকলে সয্যামুত্র , জিহবার মলিনতা পিঠে ব্যাথা ,ঝড় , বৃষ্টির পুর্বে রোগব্ধি
**
৩য় শ্রেনীর লক্ষন শান্ত শিষ্টা অলস প্রকৃতির ঔদাস্য প্রকৃতির মহিলা, গর্ভিনি প্রসুতি ,রজক (ধোপা) রোগ , পুরাতন রোগিনীদের ঠান্ডা বাতাসে শীতোৎপত্তি দৈহিক তাপেরহ্রাস কাদামত তলানিযুক্ত (Sadiment) অত্যান্ত দূগ ন্ধ যুক্ত মূত্র স্ত্রীঅংগে অতিশয় চুলকানি সহ নানা 1থানে চুলকানী অজীর্ন রোগে ,দুধ সহ্য হয়না ডাঃ ন্যাস একটি শিশুর দুধ পানে উদারাময়ের বৃদ্ধি হওয়া দেখিয়া সিপিয়ায় তাহা আরোগ্য করেন প্রষ্টেট গ্রন্থির বিবৃদ্ধি প্রস্রাব করিতে ইচ্ছা অথচ অনেক্ষন বসিয়া না থাকিলে প্রসাব হয়না. প্রস্রাবে লাল তলানি ,পুরুষাঙ্গ ঠান্ডা এবং র্দূগন্ধ যুক্ত ঘাম , প্রমেহ রাতে মুত্রনালী হইতে বেদনাহীন পুজ স্রাব ......প্রফুল্লচন্দ্র ভড় I সংগমের পর মনষিক উদ্বেগ সিপিয়া শারীরি এবং মানষিক শ্রান্তি সিপিয়া . জানুর দুর্বলতা সিপিয়ার কুফল নাইট্রিক স্প্রিট ডলসিসের ঘ্রান দিলে দ্রুত নষট হয় এনটিম ক্রূড , এনটিম টার্ট , একোন , ল্যাকেসিসের সংগে সিপিয়ার খাপ খায়না (incompatible) . সিপিয়ার সংগে ব্রায়ো এবং ল্যাকেসিসের প্রতিকুল সম্বন্ধ
সিপিয়ার অনুপুরক NAT. C . N.M. NUX V, ,SABA & SULPH. সিপিয়া আমশয়ের জীবানু নষ্ট করে ,,,..ডাঃ পরেশচন্দ্র পাল প্রসবের পর চুল উঠতে থাকলে সিপিয়া 00 প্রতি সপ্তাহে এক বার মাথার মাঝে টাক পড়লে আর্স এলবা এন মি 3X বাহ্যপ্রয়োগ করা যায়

Moriom Choudhury


Homeo owshud kokhono shudhu ekti symptom dekhe proyug kora uchit noy...amar mone hoy ata shokol homeo dr. Der jonno sixth sense... experience dr. der kotha vhinno...


No comments:

Post a Comment