Monday, June 20, 2016

Materia Medica: Sepia-7

Dr. Fayek Enam

পাছা চিপা-পায়ের উপর পা দিয়ে ক্রস করে বসে কারণ প্রস্রাবের রাস্তা দিয়ে পেটের ভেতরের সবকিছু বের হয়ে যাওয়ার মত অনুভূতি।নাকের দু'পাশে ঘোড়ার জিনের মত দাগ। এগুলো সিপিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। সিপিয়ার মেয়েদেরকে পাছাচিপা মেয়ে বলা হয়। জরায়ুর সমস্যা কীভাবে নির্ণয় করব?

Dr.mabdus Salam (Greenlife)

আজ এমন একটা রোগীলিপি লিখতে বসেছি যেটা সকল ডাক্তারের মনের মনিকোঠায় আগে থেকেই অংকিত আছে। এমন কোনদিন নেই যে আপনার চেম্বারে কোন মহিলা রোগীনি এসে বলে "ডাক্তার সাহেব বিয়ের আগে আমি খুবই ভালছিলাম কোন অসুখ হতোনা বিয়ের পরেই আমার যতো সমস্যা।" পুরা লক্ষণসমষ্টি সংগ্রহ করে বেশীরভাগই দেখবেন তিনি আমাদের চীরচেনা সিপিয়া আপনারা সবাই জানেন কেন এমন বলে তবুও নবীন ডাক্তার গনের মনে একটা চিত্র আকার জন্য আমি এটার নাম দিয়েছি মোমের পুতুল। কারণ মোমের তৈরী পুতুলের যেমন যে অঙ্গে চাপ প্রয়োগ করবেন সেটাই নষ্ট হয়।জন্মগত ভাবে সাইকোসিসের মায়াজমের কারনে ছোটবেলা থেকেই শরীরটা হৃষ্টপুষ্ট হয়না। যখন বয়ঃসন্ধি কাল আসে তখনও অন্যদের মতো তাঁর বক্ষযুগল উন্নত,প্রসস্ত হয়না নিতম্বও ভারাট চওড়া বা প্রশস্ত হয় না। এভাবেই চলতে থাকে, বয়সের সাথে সাথে কোন অর্গনের পুষ্টি সাধিত হয়না। তবুও তেমন শারিরীক সমস্যাটা বোঝা যায়না, কারণ মোমের পুতুল সোকেসে সাজানো থাকলে কোন অসুবিধা নাই।বিয়ের পর থেকেই তাঁর স্বরুপ উম্মোচিত হতে থাকে।সকল মেয়েদের মত তারও মনভরা আশা আর বুকভরা ভালবাসা ছিল, কতোবসন্ত পারকরে এসেছে এই দিনের আশায়, ভাল একটা স্বামী হবে সুন্দর একটা সংসার হবে, তাই হলো তাঁর পছন্দের ছেলের সাথেই বিয়ে হয়েছে,স্বামী খুবই সুন্দর সুপুরুষ তাকে সব সময় কাছে পেতে চায় ,কিন্তু হায়, এটা কি হলো? স্বামীর ভালবাসা স্বামীর পূর্নআশা মিটাতে গিয়ে দেহটা ভেঙে পড়ছে শরীর যে মোমের পুতুল একটুকু চাপ সয়না।সে চায় আদর্শ স্ত্রীহবে কিন্তু স্বামী - সহবাস তার সয়না,সে চায় আদর্শ মাতা হবে কিন্তুু ৫ম থেকে ৭ম মাসের মধ্যেই গর্ভস্রাব হয়ে যাচ্ছে। জরায়ু প্রদাহ,ফোলা,কতো সমস্যা। সবাই কাপড় পরিস্কার করে কোন সমস্যা নেই, কিন্তু তাঁর একটু বেশী সময় পানিতে কাজকরলেই ঋতুবন্ধ। বিয়ের পর থেকে জরায়ুর সব পীড়া শুরু হয়েছে, মনে হচ্ছে জরায়ু নিদিষ্ট্য স্থানের অনেক নীচে নেমে আসছে যে কোনসময় যোনিপথ দিয়ে বেরহয়ে আসবে। ডাক্তার সাহেব একটু বেশী চিন্তা করলেই আমার আধকপালে মাথা ব্যাথা যে কোনদিকে চোখসহ শুরু হয়। তখন কোন প্রকার শব্দ বা আলো অসহ্য,একটু না ঘুমালে সারেনা। ঋতুস্রাবের এখন আর কোননিয়ম নেই, তবে ঋতুস্রাবের আগে এখন ঘন হলুদে সবুজ বা সাদা মিশানো ক্ষারযুক্ত শ্বেতপ্রদর শুরু হয়েছে,চুলকায় জ্বালাকর ,অথচ স্বামীসহবাসের সময় যোনীপথ শুস্ক থাকায় সারাজীবনের আসা এখন আতংক। যে ডাল ধরি ভেঙে পড়ি। প্রতিটা অঙ্গ যেন ভঙ্গুর। শত কর্মব্যস্ততার মাঝেও মানুষ একটু নিরিবিলি আরাম করে যেখানটাতে সেখানেও ইংলিশ কমোডে বসেও কোথের চোটে সরলান্ত্র বেরহয়ে যায় অথচ নরম মলও বেরহতে চায়না,সরলান্ত্রের পেশীও দুর্বল হয়ে যাচ্ছে। মুখটা সব সময় তিতা কখনো টক হয়ে থাকে,সবসময় গা বমিবমিকরে তাই টক আচার জাতীয় খাদ্য খায়, যে অঙ্গ বেশী ব্যবহার করা হয় সেটা তাড়া তাড়ি নষ্ট হয় এভাবে প্রতিটা দিন সবকিছু ক্রমেই অবনতির দিকে যেতে থাকায় মনের অবস্থা -বিষন্নতা তো থাকবেই,রাগে দুঃখে কান্না তো আসবেই,আরো যদি রোগের কথা মনে করিয়ে দেন।ভীরু আর উদাসিনতার কারনতো বুঝতেই পারছেন। স্বামী,সন্তানের প্রতিঅনিহা আর খিট খিটে মেজাজ হবেনা কেন বলুন? গর্ভধারন না করেই যদি ১০ মাসের মত পেট, অথচ ভিতরে শুন্যতাবোধ,আর মল না থেকেও মলদ্বারে যখন পূর্নতা বোধ বা সিপি দেওয়া মনে হয় ,তখন নিজেকে নিয়েই শুধু যতোচিন্তা। জন্মগ্রহনে পর থেকেই বঞ্চিত,যৌবন কালেও সঠিক গঠন হয়না।বিয়ের পরে জরায়ু সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়,আর সঠিকভাবে সন্তান জন্মদিতে পারেনা আর যখন সন্তান যদি জন্মদিতে পারে তখন জরায়ু এতো বেশী শিথিল হয়েপড়ে হাঁসি কাশি দিলেই জরায়ু বাহির হয়েপড়ে, আর একাধীক সন্তান সন্তানাদি নিলে জরায়ু আরো বেশী ঝুলে পড়ে। ক্রমেই জটিলতা বৃদ্ধিপায়, পালস কে বলেছিলাম সংসারে সৃষ্টিকর্তার আর্শিবাদ ,আর সিপিয়া কে বললাম মোমের পুতুল।
আমি যখন ৫ম শ্রেনীতেপড়তাম তখন থেকে আপনার চেম্বারে মায়ের জন্য ঔষধ আনতে যেতাম আর মনে ভাবতাম যদি আপনার মত ভাল হোমিওপ্যাথি ডাক্তার হতে পারতাম। ৪০ বছর আগের কথা,তখনও আপনি ছিলেন অত্রঅঞ্চলের সেরা ডাক্তার।। আমার জন্যদোয়া করবেন শ্রদ্ধেয় বড় ভাই। @ ডাক্তার নজরুল ভাই।

Dr. Afsana Pervin

*
পালসেটিলা -সংসারে সৃষ্টিকর্তার আশির্বাদ,
*
সিপিয়া -মোমের পুতুল আর
*
ফসফরাস- নাটোরের বণলতা সেন।।
তারা বেশির ভাগ সময় সন্তান ধারনে অক্ষম হয়, বেশির ভাগ সময় ৫ম থেকে ৭ম মাসে গর্ভপাত হয়।৩ মাসে গর্ভ নষ্ট হয় স্যাবাইনার, মাসে গর্ভ নষ্ট হয় ক্যাল্কেরিয়া ফ্লোর।
যে সকল মেয়েদের জরায়ু সমস্যা বা লিউকোরিয়া সমস্যার কারনে মুখে মেছতার দাগ পরে তাদের জন্য সিপিয়া ভাল কাজ করে। যাদের আচিল শক্ত খাজকাটা খাজকাটা মানসিক ভাবে চপল প্রকৃতির তাদের জন্য সিপিয়া ভাল কাজ করে
Dr.Md Jahirul Islam
Mrs. A., of Delaware, called on me a few weeks since, complaining of what she termed dyspepsia. Upon asking her to state her symptoms in the order of their severity as it seemed to her, she replied that a feeling of emptiness or goneness in the stomach discomforted her more than anything else, but she thought it of no account, as she vomited all her food soon after taking it, and she would naturally feel emptiness and goneness from want of food.
I desired her to state merely facts, and I would draw my own conclusions.
She replied: “It is a fact that I vomit all my food; I have a painful sensation of emptiness in my stomach all the time ; my sleep is broken and does not refresh me ; my bowels are very costive, the stools being very knotty and very difficult, and they have scarcely been moved for two years without an injection, and I do not think they would be moved now at all without an injection. My urine is cloudy and offensive, and a hard crust settles that is difficult to scrape from the vessel. I am very weak and miserable; have spent over two hundred dollars during the past two years for medicine, and despair of becoming any better; but I was compelled by my husband to consult you.
I always prescribe Sepia when a train of symptoms like the above in italics occur in a single case.
In this case I gave the patient a few pellets of Sepia 55m., dry, on her tongue, and three packages containing twelve powders each of Sac. lac., one to be taken every night, and enjoined upon her that she should on no account resort to any more injections or other measures for the relief of her bowels or of other symptoms, and report to me in forty days. She thought she would not live to see me again if she were to leave off taking injections.
A few days ago she reported she had not vomited since seeing me, her bowels became regular very soon, and that she had no need of injections; indeed, she said she got well so fast her husband was frightened. He was coming to the city that day on business, and he wished her to come particularly and state what had been the matter, as she had been so sick so long, and had gotten so well so soon. He did not understand it. Sepia 55m., a single dose, always produces similar results in similar cases if plenty of time is allowed for the single dose to act. I do not give my experience hastily nor base it on a single case, I only delineate my path where it has been well trodden that others may follow it in safety.
(H. N. Guernsey.)



No comments:

Post a Comment