Tuesday, June 21, 2016

Materia Medica: Phosphorus

গবেষণায় ফসফরাস.
Dr.Tahmin Sheba
ফসফরাস একটি এ্যান্টিসোরিক ঔষধ। অস্হি সলফিউরিক এ্যাসিডের রাসায়নিক সংমিশ্রণে ইহা প্রস্তুত হয়। এই ঔষধের রোগী হ্যাংলা ,পাতলা ,লম্বা ,সুন্দর, ফিটফাট বাবু।
রক্ত প্রধান বাবুর কোথায় কাটা ছেডা গেলে সহজে সহজে রক্ত বন্ধ হতে চায় না।
ঠান্ডা খাবার তার বড়ই পছন্দ। সে মাথায় পেটে সব সময় ঠান্ডা চায়।
গরম কাতর তই ঠান্ডা খাবার পেটে গিয়ে গরম হওয়ার সাথে সাথে বমি করে ফেলে
পড়াশোনার সময় চোখের পাতা কাঁপে চোখ জলে ভরে যায় --- ফসফোরাস A tissue drug of first rank as well as a most virulent poison. It inflames and causes degeneration of the mucous membrane of the entire alimentary canal, causing gastritis, entero-colitis and dysentery, all characterized by destructive processes & haemorrhage. It inflames the kidneys. It causes acute yellow atrophy of the liver as well as a subacute hepatitis. বাহ্যিক ধারনার প্রতি সংবেদনশীল ---- এর অর্থ হলো ---- পন্চয় ইন্দ্রিয় ( চোখ, নাক, ত্বক, জিহ্বা, কান) এই টি অত্যন্ত সংবেদন শীল @ ভাই শাহিন
Dr.Arjun Chandra Das
ম্যাচ ফ্যাক্টরীতে কাজ করে এমন মানুষের বিভিন্ন অসুখে লক্ষনে ফসফরাস বিশেষ কার্যকরী।
কয়েকদিন আগে এক রোগী ডেন্টিষ্টের কাছে থেকে দাঁত তুলবার পর প্রচুর রক্তপাত,রক্তপাত বন্ধ হচ্ছে না এই লক্ষনে ফসফরাস ৩০ শক্তি ব্যবহারে আরোগ্য হয়েছে।(Tahmin -এটা কারন সহ বল্লে ভাল হয়। প্লিজ Dr.Muhammad Foizullah Masum - Sister Tahmin- The phosphorus patient is vulnerable to all types of influence. On the physical level , we see that almost any injury or stress results in hemorrhage; this occurs because the sheaths of the blood vessels are weak and easily allow the blood to diffuse into surrounding tissues.)
Great lowness of spirits. Easily vexed. Fearfulness, as if something were creeping out of every corner. Clairvoyant state. Great tendency to start. Over-sensitive to external impressions. Loss of memory. Memory. Paralysis of the insane. Ecstasy. Dread of death when alone. Brain feels tired. Insanity, with an exaggerated idea of one's own importance. Excitable, produces heat all over. Restless, fidgety. Hypo-sensitive, indifferent
Dr.Muhammad Foizullah Masum
The phosphorus patient is vulnerable to all types of influence. On the physical level , we see that almost any injury or stress results in hemorrhage; this occurs because the sheaths of the blood vessels are weak and easily allow the blood to diffuse into surrounding tissues.)
কোন বিষয়ে চিন্তা করতে গেলে ফসফরাসের রোগীর মাথা ধরে , দম বন্ধ হওয়ার মত অবস্থা হয়। এপেলেপ্সি হলে মাথাটা চেপে ধরে রাখে।এটা তার একটা বিশিষ্ট লক্ষণ। মুখ তখন বাঁ দিকে বাঁকা দেখায়। - ডা: রাধা রমন বিশ্বাস।
পক্ষাঘাত কিংবা প্যারালাইসিস গ্রস্ত অঙ্গে যদি খিঁচুনি হয়, আক্ষেপ হয় তাদের জন্য ফসফরাস দারুন একটি ঔষধ। ফসফরাসের রোগীর সারাদিন নিদ্রালুতা থাকে, আর সারা রাত অস্থিরতাযুক্ত থাকে। যে সকল স্ত্রী বা পুরুষ দেখিতে খুব সুন্দর ,লম্বা,রোগী, কুজো প্রকৃতির , চক্ষুর পাতা পাতলা, স্বভাব কোমল, তীক্ষ বুদ্ধি সম্পন্ন তাদের জন্য ফসফরাস উপযোগী।( Badrul দেখতে কাল মহিলাকে এই ওষুধ প্রোয়োগ করা যাবে কি?)
মানষিক লক্ষণ: রোগী অত্যন্ত ভীতু প্রকৃতির , ঘরের মধ্যে ভয় পায় , সে মনে করে ঘরের কোনা থেকে কিছু বের হচ্ছে বা উঠে আসছে। ভঙ্গুর মন , সব সময় সে মনে করে মারা যাবে। অনেক সময় রোগী হিস্টিরিয়া গ্রস্ত থাকে, এই হাসে এই কাঁদে। উদাসীন, প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দেয় না, যদি উত্তর দেয় ভুল উত্তর দেয়।
অন্যান্য লক্ষন মিললে কালো রোগীতে কাজ করবে। কোন রোগী ১০০% লক্ষণ মিল পাওয়া যায় না, কিছু মূল লক্ষন আছে তা যদি মিলে যায় ঔষধ কাজ করবে।
ঝড় বজ্রপাতের সময় সে বেশী ভয় পায়। ভয়ে ছটফট করে।বুক ধড়ফড় করে। বিদু চমকালে ঔষধের রোগী রা পাশে থাকা ব্যক্তিকে ভয়ে জডিয়ে ধরে।


Next Page

1 comment:

  1. গ্যষ্ট্রিকে ফসফরাস কি কাজ করে জানাবেন কি?

    ReplyDelete